|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ণ

নির্বাচনের তারিখ ঘোষণা ও প্রস্তুতির নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা


নির্বাচনের তারিখ ঘোষণা ও প্রস্তুতির নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা


চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
 

প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা তৈরি করা হয়েছে। পদায়নের ক্ষেত্রে শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় দায়িত্ব দেওয়া হবে না। এছাড়া, গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা ব্যক্তিদের এবারের নির্বাচনে রাখা হবে না।
 

শফিকুল আলম জানান, নির্বাচনের সময় দেশের ভেতর এবং বাইরে সামাজিক মাধ্যমে ‘এআই’ ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা হতে পারে। প্রধান উপদেষ্টা উচ্চপর্যায়ের বৈঠকে এ ধরনের অপপ্রচারের মোকাবিলার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। এছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রোধের জন্য একটি কমিটিও গঠন করা হবে।
 

প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, “নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাইরে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করবে। হঠাৎ আক্রমণও হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝাপ্টা আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫