হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নইলে লং মার্চ: ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বর্বর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে শুক্রবার গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ শুরু করা হবে।”
সরকারের প্রতি অভিযোগ জানিয়ে হাদি বলেন, “সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এনসিপি নেতাকর্মীরা তাদের নিজ এলাকায়ই নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি গোটা দেশের জন্য একটি অশনিসঙ্কেত।”
তিনি আরও জানান, হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে, তবে কেউ উসকানি দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি, তিনি গোপালগঞ্জের প্রতিটি উপজেলাকে মাদারীপুর ও ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করার দাবি জানান।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, “এই হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য লাল জুলাই সনদের গণআন্দোলনকে কলঙ্কিত করা।”
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল: “মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো হাতিয়ার” ইত্যাদি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫