|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ০৩:৫৭ অপরাহ্ণ

যত্নে রেখেছেন ভিকির স্মৃতি সারা


যত্নে রেখেছেন ভিকির স্মৃতি সারা


লিউড তারকা ভিকি কৌশল ও সারা আলী খানের ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমা বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে।‘সৌম্যা’ ও ‘কপ্পু’ চরিত্রে ভিকি-সারার রসায়নও বেশ মনে ধরেছে দর্শকদের। তবে এ সিনেমায় ইন্দোর শহরের কমবয়সী দম্পতির চরিত্রে অভিনয়ের স্মৃতি ভুলবেননা মুগ্ধ সারা।  এমনকি কপ্পুর দেয়া শাড়ি আর মঙ্গলসূত্র তিনি যত্নে রেখে দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সারা জানিয়েছেন, এই সিনেমা ও সৌম্যা চরিত্রটি সবসময়ই তার স্মৃতির মণিকোঠায় তোলা থাকবে। সৌম্যার পরা সেই নীল শাড়ি আর মঙ্গলসূত্র সযত্নে তার কাছে রেখে দিয়েছেন বলেও জানিয়েছেন সারা।


তবে সারার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ঘটনা সারার জন্য নতুন নয়। এটাকে একটা ঐতিহ্য হিসেবে মেনে চলেন তিনি। অতীতেও নিজের অভিনীত সিনেমা কিংবা চরিত্রের কিছু জিনিস নিজের কাছে আগলে রেখেছেন সারা। এটা তার কাছে স্মৃতির মতো, এগুলি দেখলে তার শ্যুটিংয়ের দিনগুলির কথা মনে পড়ে যায়। সেই আবেগকে ধরে রাখতেই সারা কিছু জিনিস নিজের কাছে রেখে দেন। ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমার ক্ষেত্রেও সারা তাই করেছেন।

‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমার পরিচালনা করেছেন লক্ষ্মণ উতরেকার, প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিওজ। 
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫