কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আট কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃত কারবারিরা হলেন- উপজেলার তালুকশিমুল বাড়ী এলাকার মাদক কারবারি সাহেব আলী (২১), সাইদুল ইসলাম (২২) ও জাহিদ হাসান (২০)।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শিমুলবাড়ী ইউনিয়ন ফুলবাড়ী ধরলা ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টর সামনে তাদেরকে হাতেনাতে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫