|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ০৩:৩৪ অপরাহ্ণ

জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান


জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান


বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান। অ্যাটলি পরিচালিত রেকর্ড আয় করা চলচ্চিত্রটি এই বছরের শেষের দিকে ২৯ নভেম্বর জাপানে মুক্তি পাবে৷ জাপানে ভারতীয় চলচ্চিত্রের নিয়মিত পরিবেশক টুইন-এর মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে জওয়ান।

 

একটি ট্রেলার এবং একটি পোস্টার সহ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মুক্তির পরিকল্পনা ঘোষণা করেছে ডিস্ট্রিবিউটর সংস্থা টুইন। পরিবেশক আরও প্রকাশ করেছে যে জাপানে জওয়ানের অগ্রি টিকিট বিক্রি ৫ জুলাই শুরু হবে, মুক্তির প্রায় পাঁচ মাস আগে থেকে। যারা অগ্রিম টিকিট কিনছেন তারা ‘চালেয়া’ গানের শাহরুখ খানের পোস্টারও পাবেন।


মুক্তির পর বিশ্বব্যাপী বিশাল হিট হয়ে উঠে জওয়ান। বর্তমানে চীন ছাড়া বিদেশে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ফিল্ম জওয়ান। ৪৭.৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে পাঠানের ঠিক পিছনে জওয়ান। পাঠান বিশ্বব্যাপী ৪৭.৮৫ মার্কিন ডলার আয় করেছে। জাপান থেকে পাঠান ৪৫ মিলিয়ন জাপানি ইয়েন আয় করে।

 

জাপানে পাঠানকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখছে জওয়ান। যার মাধ্যমে মোট বিদেশী আয়েও পাঠানকে ছাড়িয়ে যাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পায় জওয়ান। শাহরুখ খানের ক্যারিয়ার সেরা আয়ের পাশাপাশি সিনেমাটি হয়ে উঠে ভারতের সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্র। বিশ্বব্যাপী ১১৪৮ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে জওয়ান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫