আর্থনা শীর্ষ সম্মেলনে অংশ নিতে দোহার উদ্দেশে প্রধান উপদেষ্টার ঢাকা ত্যাগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ (সূত্র: বাসস)
চার দিনের এই সফরকালে প্রধান উপদেষ্টার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫