|
প্রিন্টের সময়কালঃ ০৮ মে ২০২৫ ০৬:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০৮:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহ ডিবি পুলিশের  অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১


ময়মনসিংহ ডিবি পুলিশের  অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১


ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী মডেল থানাধীন শহরের জিরো পয়েন্টে পাকারাস্তার উপর হতে ৭ জানুয়ারি রাত সোয়া ৮ টায় ১০০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী  আরাফা বেগম (৩৫),স্বামী-পেটাল আলী, শিলেরছড়া পূর্বপাড়া থানা-উখিয়া, কক্সবাজারকে গ্রেফতার করেছে।
 

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫