|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৯:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ অক্টোবর ২০২৪ ০৪:২৪ অপরাহ্ণ

পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান: সিএমপি


পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান: সিএমপি


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামের জেএমসেন হলের পূজামণ্ডপে একটি ইসলামী গান পরিবেশন করা নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামে একটি সংগঠনের ছয়জন শিল্পী মণ্ডপে একটি ইসলামী গজল ও একটি বাউল গান পরিবেশন করে। এই গানের কিছু শব্দ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।
 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় মণ্ডপে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে গ্রেপ্তার করে।
 

সিএমপির উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫