আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এগোবে এনসিপি

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। দলটির নেতারা জানিয়েছেন, ঈদের পর আরও কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিষয়ে যে কোনো বক্তব্য দিতে সতর্ক থাকবে তারা।
এনসিপি দাবি করছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। তবে তারা নির্বাহী আদেশের পরিবর্তে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা চায়। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দলটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে এবং এ বিষয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে।
এনসিপির মতে, বিচার চলাকালীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবে দলটি।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, "এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ওপর গুরুত্ব দিচ্ছি। তবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দলটি নিষিদ্ধ করার লক্ষ্যেই আমরা এগোচ্ছি।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫