|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ আগu ২০২৩ ০৩:৪৬ অপরাহ্ণ

টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে মিয়ামি


টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে মিয়ামি


ন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসির জাদু চলছেই। সোমবার সকালে লিগস কাপের শেষ ষোলোর ম‌্যাচে এফসি দালাসকে হারিয়েছে মিয়ামি। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুট-আউটে দালাসকে ৫-৩ গোলে হারায় মিয়ামি। আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মেসির দল।

ম‌্যাচের ষষ্ঠ মিনিটে মেসির পা ছুঁয়ে আসে প্রথম গোলটি। তবে প্রথমার্ধেই ২-১ গোলে লিড নিয়ে নেয় দালাস। ৩৭তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন আর ৪৫তম মিনিটে তানজানিয়ার বার্নার্ড কামুনগো। ম্যাচের ৬৩তম মিনিটে দালাস যায় তৃতীয় গোলটি। ফ্রি-কিক থেকে আসা বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান ২১ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলান ভালেসকো। 


২ মিনিট পরই জর্দি আলবার বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-২ করেন মিয়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি। আর ৬৮তম মিনিটে রবার্ট টেইলর আত্মঘাতী গোল করে বসলে দালাস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। এর পরই শুরু হয় মেসি-ম্যাজিক! ৮০তম মিনিটে মেসির নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দালাসের মার্কো ফারফান।

 আর ৮৫তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মিয়ামিকে ৪-৪ গোলে সমতা এনে দেন মেসি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটটি নেন মেসি, করেন দারুণ গোল। মিয়ামির পাঁচজনই গোল করেন, আর দালাসের পমিক্যাল করেন পেনাল্টি মিস। ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে লিগস কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে মিয়ামি।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫