ছাত্রলীগ নিষিদ্ধ: সন্ত্রাস ও অনিরাপদ পরিবেশের অভিযোগ

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের এই ভাতৃপ্রতিম সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল বলে সরকারের দাবি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "শিক্ষাঙ্গন নিরাপদ না হলে দেশ নিরাপদ হবে না। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে।"
সরকারের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ছাত্রলীগ হত্যা, নির্যাতন, ধর্ষণ, ছাত্রাবাসে সিট বাণিজ্যসহ নানা অপরাধে জড়িত ছিল। বিশেষ করে, গত বছরের ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালিয়েছে।
সরকার আশা করছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা যাবে এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫