ফ্যাসিস্টের দোসর ও প্রতিবেশি দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্রের দোসর ও প্রতিবেশি দেশের কিছু মহল বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশি দেশ ও ফ্যাসিবাদী গোষ্ঠীর সহায়তায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়েছিল। কিছু ফ্যাসিস্ট এবং তাদের মদদপুষ্ট বুদ্ধিজীবীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু চিকিৎসা পরীক্ষায় ওই ঘটনায় ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, জনজীবনও স্বাভাবিকভাবে চলমান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫