|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য সরকারের পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস


বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য সরকারের পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস


ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়ে তিনি বলেন, "আমরা আহতদের সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় সব সহযোগিতা করা হচ্ছে।"
 

স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের শান্তনা দেন এবং তাদের সকল প্রয়োজন মেটানোর আশ্বাস দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা সকলকে হাসপাতালে অতিরিক্ত ভিড় না করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, "আহতদের পরিবারবর্গকে স্বস্তি দিতে আমরা সর্বদা তৎপর রয়েছি। তবে হাসপাতালে অতিরিক্ত ভিড় করলে চিকিৎসা কাজে বাধা সৃষ্টি হতে পারে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫