|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০২:৪৯ অপরাহ্ণ

ব্রিটিশ হাইকমিশনারের অন্তর্বর্তী সরকারকে সমর্থন


ব্রিটিশ হাইকমিশনারের অন্তর্বর্তী সরকারকে সমর্থন


ঢাকা প্রেস নিউজ


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তিনি বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

কমিশনার কুক বলেন, “বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে।”
 

এর আগে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫