কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে তারা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন এবং পরে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর শিক্ষার্থীরা হামলার জন্য ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানান। পাশাপাশি ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবি উত্থাপন করেন।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গণমাধ্যমকে জানান, কুয়েটের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫