মাদারগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

জেলা প্রতিনিধি (জামালপুর):-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ৭নং সিধুলী ইউনিয়নের বীর লোটাবর গ্রামে ৭ বছর বয়সী শিশু তোয়া মনি কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার জালাল কুলির ছেলে শাহীন কুলির বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা যায়, তোয়া মনি ও তার সঙ্গী মরিয়ম রাস্তায় খেলাধুলা করেতে গেলে শাহীন কুলি দুই জনকেই কার্টুন ও বিভিন্ন প্রলোভনে তার বসত ঘরে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। বসত ঘরে নিয়ে যাওয়া সময় মরিয়ম তার হাতে কামড় দেয় এবং সেখান থেকে চলে আসে। একজন চলে আসলেও তোয়া মনিকে ধরে তার নিজগৃহে নিয়ে যায় ধর্ষণের চেষ্টা করে। ২৯ আগস্ট শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর সূত্রে জানা যায় এই রকম ন্যাক্কারজনক ঘটনা সাথে সে আগেও সম্পৃক্ত ছিল তার বিরুদ্ধে মামলাও আছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫