লালমনিরহাটে বিএটির তামাকবাহী ট্রাকে মিললো ১৩ কেজি গাঁজা, আটক তিন

লালমনিরহাট প্রতিনিধি:-
লালমনিরহাটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর তামাক ভর্তি একটি ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় র্যাব-১৩ এর একটি টিম এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে তামাকের আড়ালে লুকানো গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব জানায়, লালমনিরহাট বিএটির ডিপো থেকে তামাক নিয়ে ট্রাকটি কুষ্টিয়ার জেএলটি প্রক্রিয়াজাতকরণ কারখানায় যাচ্ছিলো। তামাক পরিবহনের পাশাপাশি সংঘবদ্ধ একটি চক্র নিয়মিতভাবে একই ট্রাক ব্যবহার করে গোপনে মাদক পাচার করছিল।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে মো. ওহিদুল ইসলাম, মীরের পাড়া এলাকার মৃত মবকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম এবং তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে মো. শাবান আলী।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী ইসলাম বলেন, “তামাকবাহী ট্রাক ব্যবহার করে সংঘবদ্ধ চক্র নিয়মিত মাদক পরিবহন করছিল। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।” এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে লালমনিরহাট বিএটির ডিপো ম্যানেজার নাঈম হোসেন বলেন, “ট্রাকে থাকা তামাক আমাদের হলেও গাঁজার সঙ্গে বিএটির কোনো সম্পর্ক নেই।” এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ঘটনার পর থেকে জেলার বিভিন্ন স্থানে আলোচনার ঝড় উঠেছে। বিএটির ট্রাকে তামাকের আড়ালে গাঁজা পরিবহনের ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫