|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

প্রবাসীর হারানো পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ


প্রবাসীর হারানো পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

কাতার ফেরত প্রবাসী মোঃ হোসেন (৩১) গত ১৩মার্চ বাকলিয়া থানায়  অভিযোগ দায়ের করেন যে, নগরীর হালিশহর থানার এলাকায় পাসপোর্ট, বিদেশী ড্রাইভিং লাইসেন্স, মোবাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায়।

 



এএসআই(নিঃ)-মোহাম্মদ আজমীর শরীফের সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে  হালিশহর এলাকায় টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করে মোঃ হোসেন,পিতা-মোঃ জামাল উদ্দীন, সাং-আড়কাইম, হাফেজ ইস্রাফিল এর বাড়ি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এর হারানো  উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করেন।
 

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বাকলিয়া থানার পুলিশ কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫