|
প্রিন্টের সময়কালঃ ০৫ নভেম্বর ২০২৫ ০৪:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ

মনোনয়ন পাওয়া কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান সীতাকুণ্ড উপজেলা বিএনপির


মনোনয়ন পাওয়া কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান সীতাকুণ্ড উপজেলা বিএনপির


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-



চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড  আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে জরুরী সভা করেছে সীতাকুণ্ড উপজেলা  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহ।


মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে ফৌজদারহাটে অনুষ্ঠিত এক সভায় বক্তারা উপরোক্ত দাবি জানান।

জলিল গেইটস্হ বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, লায়ন আসলাম চৌধুরী এফসিএ  কারানির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন। আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড  নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুণ্ড  তাঁর কোনো বিকল্প নেই।

 

বক্তারা আরো বলেন, আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ছাড়া আর কাউকে মেনে নেয়া হবে না।
 

বক্তারা বলেন, সীতাকুণ্ডে  প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।
 

উপজেলা বিএনপি আহবায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর,জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার চেয়ারম্যান, মহররম আলী,এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, খম নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী,তছলিম, আনোয়ারুল আজিম মুকুল,সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া,  মোস্তাফিজুর রহমান হিরু,  ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি,কোরবান আলী শাহেদ, ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন,আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান,সদস্য সচিব মাহবুবুল আলম,শহীদুল্লাহ বাহার,মহিউদ্দিন রিপন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম,আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ,সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব,মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম,জুলি আকতার,নার্গিস আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।


সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫