বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে সমাবেশ

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন।
আনোয়ারুল ইসলাম রাহাত খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহ্বায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম এনাম, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ বাহার খাঁন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, মাওলানা সাজ্জাদ হোসাইন ফারুকী, আব্দুর রাজ্জাক রাজন, ফেরদৌস আহমেদ, আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, সফিকুল ইসলাম বাবু, হাফিজুল হাসান কালন ও সিয়াম খাঁন প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও এনসিপি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলায় মোট ২২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়। বর্তমানে এই থানার জনসংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন (জনশুমারি ২০২২ অনুযায়ী)। এ জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার প্রেক্ষাপটে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি।
তারা দ্রুত উপজেলা বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫