যুক্তরাষ্ট্রে ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:৪৮ অপরাহ্ণ   |   ১৫২ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

অনলাইন ডেস্ক:-

 

গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর ভিসা বাতিল করে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
 

নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইনজীবী মঈন চৌধুরী জানিয়েছেন, বিক্ষোভের কারণে আটক ওই শিক্ষার্থীর মুক্তি নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
 

এছাড়া, ছোটখাটো অপরাধের দায়ে আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা বাতিল করে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক মাস আগে তিনি ৭০ ডলারের পণ্য চুরির সময় ধরা পড়েন এবং আদালতে দোষ স্বীকার করে মামলাটি নিষ্পত্তি করেন। তারপরও তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে পাঠিয়েছে, যেখানে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

এদিকে, সম্প্রতি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আসা ডজনখানেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ গ্রিন কার্ডধারী, আবার কেউ ইমিগ্র্যান্ট ভিসায় এসেছিলেন। কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।
 

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে ফেরত আসতে ইচ্ছুক কিংবা ইমিগ্র্যান্ট ভিসায় আগত বাংলাদেশিদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী। তিনি জানান, যারা বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাদেরকে এয়ারপোর্টে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অনেককে মুচলেকা দিয়ে প্রবেশ করতে দেওয়া হলেও, ভবিষ্যতে ১০ মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে গ্রিন কার্ড বাতিলের ঝুঁকি রয়েছে।
 

বাংলাদেশি অধ্যুষিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর প্রতিনিধি আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সম্প্রতি তার ডিস্ট্রিক্ট অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার অফিসের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। যেকোনো অভিবাসনসংক্রান্ত সমস্যায় আমরা আন্তরিকভাবে পাশে আছি।”
 

ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের অভিবাসন বিষয়ক কমিটির চেয়ারম্যান শাহজাহান শেখ অনুষ্ঠানে জানান, বর্তমান পরিস্থিতিতে কেবল কাগজপত্রবিহীন নয়, অনেক গ্রিন কার্ডধারীও আতঙ্কে রয়েছেন। ট্রাম্প প্রশাসনের অভিযানের ফলে যাকেই সামনে পাওয়া যাচ্ছে, তাকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। সন্তোষজনক জবাব না পেলে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে।
 

করটেজের ডিস্ট্রিক্ট অফিসের পরিচালক বাংলাদেশি-আমেরিকান নওরীন আকতার প্রবাসীদের জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করছেন বলে জানান আয়োজকরা।