|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ

এশিয়া কাপ খেলতে রাজি যেকোনো মডেলেই বাংলাদেশ


এশিয়া কাপ খেলতে রাজি যেকোনো মডেলেই  বাংলাদেশ


খনো এশিয়া কাপ নিয়ে নাটক শেষ হয়নি। আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। এরপর হাইব্রিড মডেলে মডেলের এশিয়া কাপের প্রস্তাবনা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত চায় যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। তবে শেষ পর্যন্ত যে মডেলের হোক এশিয়া কাপে খেলতে চায় বাংলাদেশ।

সোমবার (২৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন,  'আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে সিদ্ধান্ত আসবে হাইব্রিড নাকি হাইব্রিড না। যে মডেলেই হোক আমরা খেলতে আগ্রহী। এশিয়া কাপের সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারব এসিসি থেকে। সেটার জন্য আমরা অপেক্ষা করছি।' 

 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

হাইব্রিড মডেলে রাজী হলেও দুবাইতে খেলতে অস্বস্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, 'আমরা তো আগেও বলেছি এত গরমের ভেতর ৫০ ওভারের ম্যাচ খেলা খুব কঠিন। কারণ আমরা গতবার দেখেছি এই সময় আমরা টি-টোয়েন্টি খেলেছি, এমনকি দেখা গেছে রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না, প্রচণ্ড গরমের জন্য। অস্বস্তি তো থাকবেই।'


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫