|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পলাতক কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পলাতক কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ


কুমিল্লা প্রতিনিধি:-
 

অনুমতি ছাড়া ছয় মাসের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার রেজাউল ইসলাম মাজেদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার রেজাউল ইসলাম মাজেদ গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় মামলা চলমান থাকায় ২০২৫ সালের জানুয়ারি থেকে তাঁর বেতন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 

বিধিমালায় বলা আছে, যদি কোনো কর্মকর্তা ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকে এবং তা অনুমোদিত না হয়, তবে তাকে পলাতক হিসেবে গণ্য করে চাকরিচ্যুত করা হবে। তবে ছয় মাস পর কেন বেতন-ভাতা বন্ধ করা হয়েছে, তা জানার জন্য রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাজেদ সর্বশেষ ২০২৪ সালের ১৬ জুলাই অফিস করেছেন এবং এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ১৩ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দেখা গেলেও পুলিশি তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১ আগস্ট ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ হয়ে নিহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার ৩ নম্বর আসামি হিসেবে তাঁর নাম রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫