কাশ্মীর সীমান্তে রাতভর ভারত-পাকিস্তান গোলাগুলি, প্রাণহানি ৪৩

অনলাইন ডেস্ক:-
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনূর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে হালকা অস্ত্র ও কামান থেকে গোলাবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বুধবার রাতের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, "ভারতের হামলার জবাব দেবে পাকিস্তান।"
মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুই পক্ষের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৩ জনে। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে নয়াদিল্লু জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের অন্তত ১২ জন নিহত হয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫