সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের ৫৮টি জেলায় মোতায়েন হয়েছে। জনসাধারণের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, সেনাবাহিনী দেশব্যাপী ২০৬টি ক্যাম্প স্থাপন করেছে। গত কয়েক দিনে জামালপুর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পলায়নের ঘটনা প্রতিহত করা, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা রোধ করা এবং নোয়াখালীতে সংখ্যালঘুদের মন্দিরে হামলা প্রতিরোধে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের ৪১৭টি থানায় সেনা মোতায়েন করে পুলিশের হারানো অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও সেনাবাহিনী নিশ্চিত করছে।
আইএসপিআর জনগণকে বিভিন্ন গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫