|
প্রিন্টের সময়কালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ০১:৩৯ অপরাহ্ণ

মুজিব সিনেমার খরচের হিসাব দেখতে চান অভিনেত্রী আজমেরি হক বাঁধন


মুজিব সিনেমার খরচের হিসাব দেখতে চান অভিনেত্রী আজমেরি হক বাঁধন


বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অভিনেত্রী আজমেরি হক বাঁধন শুরু থেকে সরব ছিলেন। তিনি পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন। ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সামনে আসছে। দুর্নীতি প্রসঙ্গে এবার আওয়াজ তুললেন বাঁধন। অভিনেত্রীর দাবি, এই দুর্নীতির করালগ্রাস থেকে মুজিব সিনেমাও রেহাই পায়নি। তাই এ সিনেমার খরচের হিসাব দেখতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসাব চাই।


আমি দেখতে চাই, কিভাবে এত খারাপভাবে বানানো যায় এত বাজেটের একটা সিনেমা!’ সিনেমাটির নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘কী সিনেমাটা বানাল কোটি কোটি টাকা বাজেট নিয়ে! সেই টাকাগুলো কোথায় গেল, এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো!’ এর আগেও মুজিব সিনেমার টিজার, ট্রেলার নিয়ে নানা সমালোচনা হয়েছে। আলোচিত হয়েছে বাজেটের বিষয়টিও। সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে।


কেউ কেউ ১২০ কোটি সিনেমাটির বাজেট বলেও দাবি করেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা) সমঝোতা চুক্তি হয়।  জানা যায়, ২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, মোট বাজেটের ৬০ শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ। সে হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা।


অন্যদিকে বাকি ৪০ শতাংশ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা; বাংলাদেশি টাকায় যা ৩৩ কোটির বেশি। ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা। এক টাকা পারিশ্রমিক নেন ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫