অজুর ফরজ ও সুন্নত কাজ

অজুর ফরজ কাজ চারটি। তা হলো—
১. মুখমণ্ডল ধৌত করা।
২. উভয় হাত কনুইসহ ধৌত করা।
৩. মাথা মাসেহ করা।
৪. এবং উভয় পা টাখনুসহ ধৌত করা।
অজুর মধ্যে সুন্নত কাজ ১৮টি। যথা—
-
অজুর নিয়ত করা।
-
অজুর শুরুতে ‘বিসমিল্লাহ’ পড়া।
-
উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া।
-
মিসওয়াক করা। মিসওয়াক না থাকলে হাতের আঙুলের মাথা দিয়ে দাঁত ঘষে নেওয়া।
-
তিনবার কুলি করা।
-
তিনবার নাকে পানি দেওয়া।
-
তিনবার নাক পরিষ্কার করা।
-
প্রত্যেক অঙ্গ তিন তিনবার ধোয়া।
-
চেহারা ধৌত করার সময় দাড়ি খিলাল করা।
-
হাত-পা ধোয়ার সময় আঙুল খিলাল করা।
-
একবার পূর্ণ মাথা মাসাহ করা।
-
মাথা মাসাহের সঙ্গে কান মাসাহ করা।
-
অজুর অঙ্গগুলো ঘষে ধোয়া।
-
ধারাবাহিক অজু করা।
-
অজুর ধারাবাহিকতা রক্ষা করা।
-
ডান দিক প্রথমে ধোয়া।
-
অজুর পর কলেমায়ে শাহাদাত পড়া।
-
তারপর দোয়া পড়া। দোয়া হলো—
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
‘আল্লাহুম্মাজ আলনি মিনাততাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।’
অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫