|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০১:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:১০ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গিয়াস কাদের ও গোলাম আকবরকে শোকজ


দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গিয়াস কাদের ও গোলাম আকবরকে শোকজ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শোকজ করা হয়েছে। বুধবার তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বলে বিএনপির দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তিনি তখন লিখিতভাবে জবাব দিলেও দল তার জবাবে অসন্তোষ প্রকাশ করে সতর্ক করে দেয়।
 

উল্লেখ্য, গিয়াস কাদের চৌধুরী জাতীয় নেতা ফজলুল কাদের চৌধুরীর সন্তান এবং বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলে আসছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫