|
প্রিন্টের সময়কালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

নীলফামারীতে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১


নীলফামারীতে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১


নীলফামারী প্রতিনিধিঃ-


 

নীলফামারীর উত্তরা ইপিজেডে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন।
 

নিহত শ্রমিকের নাম হাবিব ইসলাম (৩২)। তিনি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাটের দুলাল হোসেনের ছেলে।
 

সংঘর্ষের সূত্রপাত শ্রমিকদের আন্দোলন থেকে। উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুইদিন ধরে আন্দোলন চলছিল। সোমবার রাতে কোম্পানির পক্ষ থেকে হঠাৎ করে বন্ধের নোটিশ দেওয়ার পর মঙ্গলবার সকালে হাজার হাজার শ্রমিক মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
 

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হাবিব ইসলাম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হন এবং নীলফামারী-সৈয়দপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানিয়েছেন, ‘মৃত অবস্থায় হাবিবকে হাসপাতালে আনা হয়। তার বুকে সামান্য ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এছাড়া আহত অবস্থায় আরও ৮ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।’
 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আমরা এখনও সড়কে অবস্থান করছি। লোকমুখে একজন মারা যাওয়ার খবর শুনছি, তবে কেউ মারা গেছেন কি না, তা সঠিকভাবে জানা যায়নি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫