|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৫:০৬ অপরাহ্ণ

সংস্কার কমিশন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়


সংস্কার কমিশন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়


ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন, তারা নির্বাচন পদ্ধতির সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চান।
 

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
 

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন ধাপে ধাপে নয়, একদিনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায়। এর মাধ্যমে নির্বাচন ব্যয় কমানোর পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। সংস্কারের ফলে নির্বাচনে জনবলও কম লাগবে।
 

তিনি আরও জানান, গত স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। তবে, যদি স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে হয়, তবে ৬০০ কোটি টাকার মধ্যে খরচ হবে এবং সময়ও কম লাগবে।
 

এদিকে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার তারা প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করেছে। আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইনে সংলাপ করার কথা রয়েছে কমিশনের।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫