|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধার: র‌্যাবের অভিযান সফল


চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধার: র‌্যাবের অভিযান সফল


ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (চট্রগ্রাম):-


চট্টগ্রামে সম্প্রতি সংঘটিত অশান্তির পর লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছিল। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই তারা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান চালিয়ে আসছিল। সাধারণ জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান রয়েছে।
 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫