ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

ঢাকা প্রেস নিউজঃ
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশ ও বিদেশের প্রবাসী বাংলাদেশী এবং সকল মুসলমানকে ঈদ-শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন পবিত্র ঈদুল আযহা’র ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই।
পশু কোরবানীর ক্ষেত্রে স্বাস্হ্যবিধি মেনে চলুন, সুস্থ ও নিরাপদ থাকুন। অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন।
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,
তিনি আরও বলেন, "প্রবাসীরা ত্যাগ স্বীকার করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এই অবদান আমাদের কৃতজ্ঞতার পাত্র।"
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সরকারের অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই ঈদুল আযহার ত্যাগের মাধ্যমে আমাদের সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বয়ে আনবে।।ঈদ মোবারক।।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫