লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের পৃথক এলাকায় পুকুরে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়।
সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আবদুর সালাম সৌরভ দুপুরে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে এবং সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।
জানা গেছে, খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে দুই শিশু পৃথকভাবে প্রাণ হারায়। তাদের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ডা. আবদুর সালাম সৌরভ বলেন, "দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫