|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ

রমজানে অফিস সময়সূচি: ৯টা থেকে সাড়ে ৩টা


রমজানে অফিস সময়সূচি: ৯টা থেকে সাড়ে ৩টা


ঢাকা প্রেস নিউজ

 

পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
 

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন অফিস সময়সূচির ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সেহেরি ও ইফতারের সময়ের কথা বিবেচনায় রেখে সরকার, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই সময়সূচি কার্যকর হবে। এছাড়া জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে।
 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।
 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন আদালতগুলোর অফিস সময়সূচি আলাদাভাবে নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।
 

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২ বা ৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫