|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:০১ অপরাহ্ণ

দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার


দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার


কাজী শরীফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 


 

বুধবার (৭ জানুয়ারি) মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বৈলঘর মৌজায় ০১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত রাস্তা শ্রেণীর সরকারি জমিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।

 


 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে রাস্তাটি অবৈধভাবে দখল থাকায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
 

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬