|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০১:৫৫ অপরাহ্ণ

সুজানগরের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫


সুজানগরের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫


ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সুজানগরের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

অগ্নিকাণ্ডে মার্কেটের অন্তত ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫)। তাদের বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জনাব আলীর পেট্রোলের দোকান থেকে। সেখান থেকে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের মতে, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিই এমন বিপর্যয়ের মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫