|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৫:২৩ অপরাহ্ণ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি


পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি


ঢাকা প্রেস
সুজানগর উপজেলা (পাবনা) প্রতিনিধি:-


 

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি পক্ষ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরও জানান, দুই পক্ষের কোনো পক্ষই প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি নিয়েছিল না।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের ঘনিষ্ঠ।
 

উল্লেখ্য, পাবনায় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত কয়েকদিন আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫