অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের ছেলে শিহাব উদ্দিন এবং ছেলের বউকে পথরোধ, শ্লীলতাহানি, অপরহরণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২২) নামের এক ছাত্র সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ এপ্রিল) জেলার রাজিবপুর বাজারের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন সকালে চর রাজিবপুর থানায় মামলাটি করেন আব্দুল লতিফ বিশ্বাস।
এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মরিচাকান্দী এলাকার মিস্টার আলীর ছেলে। তিনি চর রাজিবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
জানা গেছে, চর রাজিবপুর উপজেলার ভুঁইয়াপাড়া-কাচারীপাড়া এলাকার শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে ঈদের দিন স্ত্রীসহ দাওয়াত খেতে যায় শিহাব উদ্দিন। সেখান থেকে রাতে রৌমারী উপজেলার বকবান্দা গ্রামে শিহাবের বাড়িতে ফেরার পথে মরিচাকান্দি এলাকায় পৌঁছালে শিহাব উদ্দিন-তার স্ত্রীসহ আত্মীয়দের পথরোধ, শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা করে মেহেদী হাসান (২২), জাহিদুল ইসলাম (২০), নিশাত (২১) ও রঞ্জু মিয়া (২৫)। পরে এ ঘটনায় শিহাব উদ্দিনের শশুর আব্দুল লতিফ বিশ্বাস অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ছাত্র সমন্বয়ক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই আতিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫