নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার বিপুল পরিমান কাপড় পুঁড়ে গেছে। গতকাল রবিবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানাটিতে ঝুট পুঁড়িয়ে বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। রাত বারোটার দিকে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মূহর্তের মধ্যে আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকরাসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেতে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অলিউল্লাহ জানান, এই কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করেন। আগুনে শুধু তারই ত্রিশ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি তার। তিনি ছাড়াও আরো আট থেকে দশজন ব্যবসায়ী সাব কন্ট্রাকে ব্যবসা করছেন। তাদেরও সব মালামাল পুঁড়ে গেছে।
ফায়ার সার্ভিসের জেলা উপ সহকারি পরিচালক মো: ফখরউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনে ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া আগুন নির্বাপনের কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫