নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে বিধান চন্দ্র প্রামাণিক (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
বুধবার (৭মে) বিকেলে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দীঘলগ্রামে এ ঘটনা ঘটে। বিধান চন্দ্র প্রামাণিক একই এলাকার মৃত রথীন্দ্রনাথের ছেলে।
স্থানীয়রা জানান , বুধবার বিকেলে তাহার নিজ শয়ন ঘরে সকলের অজান্তে সিলিং ফ্যানের সাথে তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেন। পরিবারের লোকজন ও আশপাশের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশটি তাহার নিজ বাড়িতে আছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫