|
প্রিন্টের সময়কালঃ ২২ জুলাই ২০২৫ ০৮:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ

দগ্ধদের সিএমএইচে চিকিৎসা—সেনাবাহিনীর সর্বশেষ তথ্য


দগ্ধদের সিএমএইচে চিকিৎসা—সেনাবাহিনীর সর্বশেষ তথ্য


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় স্থানান্তর করা হয়।
 

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ সেনাবাহিনী সিএমএইচে হতাহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানায়।
 

সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 


 

উদ্ধারকার্যে অংশ নিয়ে আহত হয়েছেন আরও ১৪ জন সেনাসদস্য, একজন পুলিশ সদস্য এবং একজন ফায়ার সার্ভিস সদস্য—তাঁরাও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
 

বাংলাদেশ সেনাবাহিনী এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতির সঙ্গে কাজ করে যাচ্ছে।
 

যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯০১৪৫৩৮


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫