|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৩ ০১:৪১ অপরাহ্ণ

প্রসাধনী ব্যবহার করেও যাচ্ছে না চোখের নিচে বলিরেখা?


প্রসাধনী ব্যবহার করেও যাচ্ছে না চোখের নিচে বলিরেখা?


বেশি প্রসাধনী ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় এমনটা কিন্তু নয়। চোখের আশপাশের যত্নে যে ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, তা যে খুব বেশি পরিমাণ লাগে না। চোখের নিচে লাগানোর জন্য আঙুলের মধ্যে অনামিকা ব্যবহার করাই ভাল। চোখের চারপাশের ত্বক পাতলা এবং স্পর্শকাতর হয় তাই সহজেই শুষ্ক হয়ে পড়ে।

সামান্য চাপ লাগলেই চোখের তলার রক্তবাহিকাগুলো ছিঁড়ে যেতে পারে। ফলে কালচে ছোপ, ফোলাভাব বা বলিরেখার মতো সমস্যা দেখা যায়।

বলিরেখা দূর করতে যা করতে হবে-

১) প্রথমে দুই হাত ভাল করে ধুয়ে নিন।

২) আঙুলের ডগায় খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে নিন।


৩) হালকা করে চোখের চারপাশে লাগিয়ে নিন।

৪) এ বার অনামিকার সাহায্যে হালকা হাতে অর্ধচন্দ্রাকারে চোখের তলায় এবং চোখের পাতার ওপরে মাসাজ করুন।

৫) চোখের বাইরের দিকের কোণ থেকে ভুরুর দিকে অর্থাৎ ‘আপওয়ার্ড্‌স স্ট্রোক’এ মাসাজ করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫