|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০২:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:০১ অপরাহ্ণ

লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালকের নাম


লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালকের নাম


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধাসহ সারা দেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যনত্ম ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ে এক বালক ভর্তির তালিকায় সুযোগ পেয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকের মাধ্যমে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় মো. মোস্তাফিজুর রহমান নামে এক বালকের নাম এসেছে।  

ফেসবুক ব্যবহারকারী জুয়েল শেখ নামে এক আইডিতে তার পোস্টে লিখেছেন, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫ এর প্রথম রেজাল্ট সিটে প্রকাশিত তালিকায় ৩০ নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কি করে? কেন এ অসংগতি? দায়িত্ব অবহেলা কার?
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো তিনিও অবাক হয়েছেন। এটি কিভাবে হলো তা বুঝতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। ভুলক্রমে এ রকম হতে পারে। সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫