ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ভোটের আগের দিন আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
প্রেস সচিব বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, যেদিন আগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিন ছুটি ভোগ করবেন বলে জানান প্রেস সচিব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬