|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ০৩:২৪ অপরাহ্ণ

নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড


নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড


ঢাকা প্রেস
নওগাঁ জেলা প্রতিনিধি:-


নওগাঁ জেলা আদালত বুধবার (২৮ আগস্ট) একটি মাদক মামলায় দুইজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

 

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
 

২০২৩ সালের আগস্টে র‌্যাব-৫ একটি অভিযানে নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়ন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এই দুইজনকে গ্রেপ্তার করে।
 

উদ্ধারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আজ, বিচারক আবু শামীম আজাদ ৮ জন সাক্ষীর বিবরণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দুজনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেন।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।
 

আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫