নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সকাল সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের ঘটনার পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়া চলমান। কমিশন গঠনের পর এর কাঠামো ও সুবিধাসমূহ বিস্তারিতভাবে জানানো হবে।”
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি ইতোমধ্যে চার থেকে পাঁচটি দেশে সহযোগিতার জন্য চিঠি পাঠিয়েছেন। কয়েকটি দেশের বিশেষজ্ঞ দল এসে তদন্তে অংশ নিয়েছে এবং দেশের তদন্তকারী দলও কাজ করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে কোনো অস্ত্র বা সরঞ্জাম চুরি হয়েছে কিনা, তা তদন্ত শেষে জানা যাবে। এখনই কিছু বলা সম্ভব নয়।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি—নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাকে আইনের আওতায় আনা হবে।”
বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি জানান, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের অধিকাংশ কর্মকর্তাকে এবার পরিবর্তন করা হবে।”
এছাড়া ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, “তারা এখন অপরাধী হিসেবে বিবেচিত হবে। তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫