|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০১:১২ অপরাহ্ণ

সরকারি গাড়ি ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো: ইসি


সরকারি গাড়ি ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো: ইসি


ঢাকা প্রেস নিউজ


নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা জারি করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে ইসি এ সিদ্ধান্ত নেয়।

 

ইসির সাধারণ সেবা শাখার সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ এই নির্দেশনাটি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রেরণ করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারি কর্মচারীদের প্রাধিকার বহির্ভূতভাবে গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি সচিবালয় এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
 

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, কিছু সরকারি কর্মচারী বিদ্যমান নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি গাড়ি ব্যবহার করছেন। অনেক মন্ত্রণালয় এবং সংস্থা যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন অফিস এবং প্রতিষ্ঠান থেকে গাড়ি চেয়ে নিচ্ছেন। তাছাড়া, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা-২০২০’ অনুযায়ী যেসব কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য অর্থ পাচ্ছেন, তারা অনৈতিকভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। অথচ নীতিমালার ১৭ নম্বর অনুচ্ছেদে এই অনিয়মকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি গাড়ি ব্যবহারের এই অনিয়ম জনপ্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আর্থিক অপচয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে, যা জনসাধারণের কাছে সরকারের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের উপসচিব এবং তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা সরকারি ও প্রকল্পের অধীনে বিভিন্ন গাড়ি ব্যবহার করে থাকেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫