|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ০৫:০৫ অপরাহ্ণ

শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসির দাবি


শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসির দাবি


ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অনুষ্ঠিত 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবীদের এক বিশাল জনস্রোত দেখা গেছে। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাতে সেখানে সমবেত হয়েছেন।
 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা জুড়ে ছিল জনতার ঢল। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপ্লবী ছাত্র-জনতা আলাদা ব্যানার নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রে রূপ নেয়। ঢাকার বাইরের বিপ্লবীরাও সকাল থেকেই শহীদ মিনার ও এর আশপাশে অবস্থান করেন। এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।
 

বক্তারা বলেন, শহীদদের রক্ত এখনও শুকায়নি, অথচ কেউ কেউ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা যখন ফ্যাসিবাদকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করতে চাই, তখন কিছু সুশীল ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে আসে। প্রয়োজনে তাদেরও প্রতিহত করা হবে।
 

এই কর্মসূচিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া আহতরাও উপস্থিত ছিলেন। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী 'জুলাই প্রক্লেমেশন' প্রকাশের ঘোষণা দিয়েছিল। তবে, সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা আসায় সংগঠনটি তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫