তিতাসে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক-২

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুজনকে আটক আটক করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ এর তৎপরতায় সন্ত্রাসী,চাঁদাবাজ,অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার লক্ষ্যে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বিশেষ অভিযান চলাকালীন সময়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অবৈধ অস্ত্রধারী আনু মিয়া ও রায়হানকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে আনু মিয়া(৬০) ও একই গ্রামের বাসিন্দা সফিক মুন্সির ছেলে রায়হান(১৯)। এ সময় আনু মিয়ার নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন যৌথবাহিনি।
তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও আনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১টি পাইপ গান, বিভিন্ন রঙের ১২টি শর্টগানের কার্তুজ, ১৯টি লোহার পাইপ, ০৭ টি লোহার পাত, ১২ টুকরা ডিসের ক্যাবল, ০২টি চেইন যুক্ত লোহার বলসহ পাইপ, ০১টি বেত, ০১টি কাটার সিজার, ০২টি ছুরি, ০৯টি স্প্রিং, ০১টি চায়নিজ কুড়াঁল, ০১টি লোহার ধামা, ০১টি দা, ০২টি চেইন স্প্রকেট ও ০২টি খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন এবং একই গ্রামের রুস্তম আলীর ছেলে শরীফ প্রধান পালিয়ে যায়। প্রাথমিক ভাবে জানা যায় আসামীগন অবৈধ ভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরী করে নিজেরা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের নিকট সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তিতাস থানার মামলা নং-০৫, The Arms Act 1878 এর 19A/19(f) রুজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫