বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নিয়োগ দেবে কাতার: প্রেস সচিব

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশের সেনাবাহিনীর ৭২৫ সদস্যকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেবে কাতার। আগামী দুই মাসের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (দোহা স্থানীয় সময়) কাতারের রাজধানী দোহা থেকে বাসসকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহায় অনুষ্ঠিত আর্থিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছে।
প্রেস সচিব আরও জানান, ‘কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। কাতারও একইভাবে বাংলাদেশ থেকে নিয়মিত সেনাসদস্য নিয়োগে আগ্রহী। পরিকল্পনা অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে। তবে আমরা এই সংখ্যাটি আরও বাড়ানোর চেষ্টা করছি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫